খালিস্তানিদের শিকড় উপড়ে ফেলতে দেশের ৫০টি জায়গায় হানা দিল NIA
কলকাতা ট্রিবিউন ডেস্ক: খালিস্তানিদের বাড়বাড়ন্ত রুখতে মরিয়া জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ৬ রাজ্যের মোট ৫০টি এলাকায় হানা দিলো এনআইএ। ১ জনকে আটকও করা হয়েছে।
যে ৫০টি এলাকায় এনআইএ তল্লাশি চালিয়েছে, তার মধ্যে ৩০টি পাঞ্জাবেই। এছাড়া রাজস্থানের ১৩টি, হরিয়ানার ৪টি, উত্তরাখণ্ডের দু’টি, দিল্লি এবং উত্তরপ্রদেশের ১টি করে এলাকায় অভিযান চালায় তদন্তকারীরা।
জানা গেছে, পাঞ্জাবের ফেরোজপুর থেকে খালিস্তানি গ্যাংস্টার তথা জঙ্গি অর্শ ডালার ঘনিষ্ঠ সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। চণ্ডীগড়ে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, খালিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরের খুনের নেপথ্যে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কানাডা। যা নিয়ে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চাপানউতোর শুরু হয়েছে।