Monday, November 17, 2025
আন্তর্জাতিক

উপহার হিসেবে বাংলাদেশের জন্য ১২ লাখ করোনার টিকা নিয়ে গেলেন মোদী

ঢাকা: এখনও অবধি বিশ্বের ৭১ টি দেশকে করোনার ভ্যাকসিন সরবরাহ করেছে ভারত। বাংলাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উদযাপন উপলক্ষ্যে দু’দিনের সফরে বাংলাদেশ গিয়েছেন মোদী। যাওয়ার সময় সঙ্গে করে করোনা ভ্যাকসিনের ১২ লাখ ডোজ সঙ্গে নিয়ে গিয়েছেন নমো।

২০২০ সালের নভেম্বরে ভারতের কাছ থেকে ৩ কোটি ডোজ করোনার টিকা কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। এরপর ভারতে গণটিকাকরণ শুরু হলে বাংলাদেশের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত সরকার। গত ২০ জানুয়ারি একটি বিশেষ বিমানে করে ২০ লাখ ডোজ করোনার টিকা উপহার দেওয়া হয় বাংলাদেশকে।

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণেই মোদীর এই দু’দিনের বাংলাদেশ সফর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন মোদী। আগামীকাল তিনি যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান তথা মতুয়াদের মন্দির দর্শন করবেন তিনি এবং পুজোও দেবেন। সাতক্ষীরা জেলার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরেও পুজো দেবেন মোদী।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।