নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ বাংলাদেশে, নিহত ৪
ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দু’দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। সংঘর্ষে নিহত ৪ জন। মোদীর সফরের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশ বিক্ষোভকারীদের উপর রাবার গুলি চালানোয় চট্টগ্রামে চারজন নিহত হয়েছেন। পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ভাঙচুর চালানোর সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়। নিহত হয় ৪ জন।
দেশটির রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, জুমার নামাজের পর হঠাৎ করে একদল লোক মোদী-বিরোধী শ্লোগান দিয়ে মিছিল শুরু করে। পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে। পাল্টা বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুরো এলাকায় পুলিশ সাঁজোয়া যান ও জলকামান নিয়ে অবস্থান নেয়। জানা যায়, জুমার নামাজের পর একদল ব্যক্তি শ্লোগান দিতে শুরু করলে মসজিদের উত্তর দিক থেকে অপর একদল ব্যক্তি তাদের ওপর হামলা করে। এ সময় সেখানে উভয় পক্ষের মধ্যে মারামারি হয় এবং এক পর্যায়ে মোদী বিরোধীরা মসজিদের ভেতরে ঢুকে পড়ে।
কিছুক্ষণ পর তারা আবার সংগঠিত হয়ে পাল্টা হামলার চেষ্টা করে। পুলিশ মোদী বিরোধীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোঁড়ে। পাশাপাশি, পুলিশ ও র্যাব চারদিক থেকে মসজিদ এলাকা ঘিরে ফেলে। বেলা প্রায় তিনটা (ভারতীয় সময় আড়াইটা) পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কার্যত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

