Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত ওড়াকান্দির ঠাকুরবাড়ি

গোপালগঞ্জ: বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি যাবেন হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে। মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত মতুয়াদের তীর্থস্থান কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ি।

ওড়াকান্দিতে মতুয়াবাদের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূঁজা দেবেন মোদী। এছাড়া ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। উলু ও শঙ্খধ্বনি দিয়ে এবং ডঙ্কা ও কাঁসা বাজিয়ে মোদীকে বরণ করে নেবেন মতুয়া ধর্মাবলম্বীরা।

মোদীর সফর ঘিরে ওড়াকান্দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে গোটা ওড়াকান্দি পর্যবেক্ষণ ও আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ। ওড়াকান্দিতে মোদীর সফর ঘিরে জরুরি ভিত্তিতে চারটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে।

ওড়াকান্দির সব মন্দির, গেস্ট হাউসের সৌন্দর্য বর্ধণ করা হয়েছে। বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়েছে ওড়াকান্দিকে। সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মোদীর সফর ঘিরে মতুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও মতুয়ামাতা সীমা দেবী ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়াকান্দি হরিমন্দিরে পুজো দিতে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত ওড়াকান্দির ঠাকুরবাড়ি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।