Wednesday, October 9, 2024
আন্তর্জাতিক

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করলেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লেবাননে ইসরায়েলের এয়ারস্ট্রাইকে হিজবোল্লা নেতা হাসান নাসারাল্লার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধের পরিস্থিতির মধ্যে মোদীর বার্তা, ‘ভারত শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এ প্রসঙ্গে টুইটে মোদী জানিয়েছেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা হয়েছে। বিশ্বে সন্ত্রাসের কোনও জায়গা নেই।’