Wednesday, October 9, 2024
রাজ্য​

বন্যাবিধ্বস্ত পশ্চিমবঙ্গকে ৪৬৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বন্যাকবলিত রাজ্যগুলিকে আর্থিক সাহায্য করলো কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৪টি রাজ্যকে আর্থিক সাহায্য হিসেবে মোট ৫,৮৫৮ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে ৪৬৮ কোটি টাকা।

এছাড়া অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে ১,০৩৬ কোটি টাকা, অসমকে ৭১৬ কোটি টাকা, বিহারকে ৬৫৫.৬ কোটি টাকা, গুজরাটকে ৬০০ কোটি টাকা, হিমাচল প্রদেশকে ১৮৯ কোটি টাকা, কেরলকে ১৪৫ কোটি টাকা, মণিপুরকে ৫০ কোটি টাকা, ত্রিপুরাকে ২৫ কোটি টাকা, সিকিমকে ২৩.৬ কোটি টাকা, মিজোরামকে ২১.৬ কোটি টাকা এবং নাগাল্যান্ডকে ১৯.২ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বন্যাকবলিত অসম, মিজোরাম, কেরল, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা এবং মণিপুরে বিশেষ দল পাঠানো হয়েছিল। শীঘ্রই বিহার এবং পশ্চিমবঙ্গে দল পাঠানো হবে। সেই বিশেষ দল রিপোর্ট পাঠানোর পরে আরও অর্থ বরাদ্দ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।