যক্ষার চিকিৎসা করাতে মেডিক্যাল ভিসায় ভারতে আসেন, ভিত্তিহীন অভিযোগ তোলায় টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট সমর্থক টাইগার রবিকে দেশে ফেরত পাঠালো ভারত। কানপুর টেস্টে স্টেডিয়ামের ভেতর তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেন টাইগার রবি। তবে তার সেই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে কানপুর পুলিশ। সিসিটিভি ক্যামেরায় রবির উপর হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া তার গায়ে আঘাতের কোনও চিহ্নও নেই।
পুলিশ জানিয়েছে, মেডিক্যাল ভিসায় ভারতে এসেছেন টাইগার রবি। তিনি ছোঁয়াচে যক্ষা রোগে ভুগছেন। কলকাতায় চিকিৎসা নেওয়ার কথা ছিল টাইগার রবির।
বিসিসিআইয়ের তরফে অভিযোগ, টাইগার রবিকে ভারতে আসতে বিজ্ঞাপন দিয়ে সাহায্য করেছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। অবৈধভাবে স্পন্সরের লোগো নিয়ে গ্যালারিতে প্রবেশ করেন রবি। সূত্রের খবর, ভিত্তিহীন মিথ্যা দাবি করায় ভারতে প্রবেশে ৫ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন টাইগার রবি।