Wednesday, November 19, 2025
Latestদেশ

আইজলে ৯০০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের রাজধানী আইজলে ৯০০০ কোটি টাকার সমতুল বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রেল, সড়ক, শক্তি এবং ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে।

মোদী বৈরাবী থেকে সাইরাং পর্যন্ত একটি নতুন রেল পথের উদ্বোধন করেন। ৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথের মাধ্যমে এই প্রথম মিজোরামকে রেল নেটওয়ার্ক-এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সারা দেশের সঙ্গে মিজোরামের এই রেল যোগাযোগের ফলে উত্তর পূর্বাঞ্চলের মানুষ সুলভ এবং নিরাপদ যাত্রার সুযোগ পাবেন।

প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই রেলপথ মিজোরামের মানুষের জীবনযাত্রায় বিপ্লব আনবে। দিল্লির সঙ্গে সরাসরি রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে সাইরাং পর্যন্ত যাতায়াত করা সম্ভব হবে। এছাড়া, এই রেল যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, উত্তর পূর্বাঞ্চল দেশের আর্থিক বৃদ্ধির চালিকাশক্তি হিসাবে কাজ করতে চলেছে। সরকারের পূর্বমূখী নীতি এবং উত্তর- পূর্ব অর্থনৈতিক করিডরের ক্ষেত্রে মিজোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।       

এর আগে প্রধানমন্ত্রী, সাইরাং-দিল্লী রাজধানী এক্সপ্রেস এবং সাইরাং-এর সঙ্গে কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচলকারী দুটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচণা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী লংতলাই- সিয়াহা সড়কে ছিমতুইপুই নদী সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।