Thursday, April 25, 2024
দেশ

তাবড় তাবড় বিশ্বনেতাদের পিছনে ফেলে ফের জনপ্রিয়তায় শীর্ষে মোদী, দাবি মার্কিন সমীক্ষায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হিসেবে উঠে এল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। মার্কিন সংস্থা ‘মর্নিং কনসাল্ট’ এর একটি সাম্প্রতিক সমীক্ষায় এই দাবি করা হয়েছে।

সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদীর গ্রহণযোগ্যতা ৭৮ শতাংশ। যা বিশ্বের বাকি রাষ্ট্রপ্রধানের থেকে অনেক বেশি।

সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের ২২টি বড় গণতন্ত্রের মধ্যে মাত্র চারটি দেশেই সেদেশের প্রধানদের গ্রহণযোগ্যতা ৫০ শতাংশের বেশি। তাঁরা হলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তারপরে তালিকায় রয়েছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট (৬২ শতাংশ), মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর (৬২ শতাংশ) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (৫৩ শতাংশ)।

ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির গ্রহণযোগ্যতা ৪৯ শতাংশ, জো বাইডেনের গ্রহণযোগ্যতা ৪২ শতাংশ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গ্রহণযোগ্যতা ৩৯ শতাংশ, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলৎজের জনপ্রিয়তা ৩৪ শতাংশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের গ্রহণযোগ্যতা ৩৩ শতাংশ।