Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

‘পাকিস্তানে বেড়েছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার’, বলছে মানবাধিকার কমিশনের রিপোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। ক্রমশ সংকট আরও ভয়াবহ হচ্ছে। দেশটির সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। আর্থিক সংকটের পাশাপাশি রাজনৈতিক অবস্থা নিয়ে এক বিরাট প্রশ্নের মুখোমুখি পাকিস্তান। এর মধ্যেই সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগজনক রিপোর্ট সামনে নিয়ে এল পাকিস্তানের মানবাধিকার কমিশন।

মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে। ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিপদজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি আহমদিয়া সম্প্রদায়ের মানুষেরওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ।

রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে বেড়েছে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনাও। ৪,২২৬ টি ধর্ষণ ও গণধর্ষনের ঘটনা ঘটেছে পাকিস্তানে। এক্ষেত্রে অপরাধীদের শাস্তি দেওয়ার হার অত্যন্ত নগন্য।

এদিকে, গত কয়েকবছরে রুপান্তকামীদের ওপর অত্যাচারের পরিমাণও বেড়েছে। খেটে খাওয়া চাষী এবং দিনমজুররাও শান্তিতে নেই। খনি শ্রমিকদের মৃত্যুর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। এসব বিষয় নিয়ে পাকিস্তান সরকারকে নজর দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান মানবাধিকার কমিশন।