Tuesday, November 18, 2025
Latestআন্তর্জাতিক

Nur Khan Base : অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্ত নুর খান বায়ুসেনা ঘাঁটি সংস্কার করছে পাকিস্তান, ধরা পড়লো উপগ্রহ চিত্রে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পহেলগামের ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতের পাল্টা সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তানের প্রতিরক্ষা অবকাঠামোতে হামলা চালায়। সেই সময় পাকিস্তানের একাধিক ঘাঁটি টার্গেটে নেয় ভারতীয় বাহিনী। তার মধ্যেই অন্যতম ছিল ইসলামাবাদ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত নুর খান এয়ার ফোর্স বেস। এবার সেই ঘাঁটির পুনর্নির্মাণের কাজ শুরু করেছে পাকিস্তান।

মার্কিন সংস্থা ম্যাক্সার টেকনোলজির উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ওই ঘাঁটির মেরামতি চলছে।

পহেলগাম থেকে অপারেশন সিঁদুর

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের হামলায় প্রাণ হারান ২৬ জন সাধারণ মানুষ। তদন্তে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় ভারতের তরফে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। ৭ মে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে পাকিস্তানের ছয়টি সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা।

নুর খান ঘাঁটির টার্গেট

১০ মে নুর খান ঘাঁটির নির্দিষ্ট অংশে রাখা দু’টি ট্রাককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। ভারতীয় সেনার দাবি অনুযায়ী, ওই হামলায় ট্রাক দু’টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়, পাশাপাশি আশপাশের স্থাপনাগুলিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে পাকিস্তান সরকার প্রকাশ্যে এই হামলার ঘটনা অস্বীকার করে।

কিন্তু উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা যায়—হামলার আগে ঘাঁটিতে দাঁড়ানো ট্রাক দু’টির ধ্বংসাবশেষ এবং আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।

পাকিস্তানের নতুন উদ্যোগ

ঘাঁটির কৌশলগত গুরুত্ব অনেক। রাজধানী ইসলামাবাদের একেবারে কাছেই হওয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে এই এয়ার বেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হামলার ক্ষয়ক্ষতি মেরামত করে নতুন করে ঘাঁটিটিকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই পুনর্নির্মাণ পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের অংশ হলেও, উপগ্রহে ধরা পড়া চিত্র প্রমাণ করছে—ভারতের অপারেশন সিঁদুর আসলেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল।

একদিকে পাকিস্তানের হামলা অস্বীকার, অন্যদিকে উপগ্রহ চিত্রে ধরা পড়লো বাস্তব।