দুর্ভাগা বিধর্মীদের ইসলামের দাওয়াত দিয়ে আল্লাকে খুশি করা হবে: ফিরহাদ হাকিম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার বিধর্মীদের ‘দুর্ভাগা’ বলে দাবি করলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। প্রকাশ্যে তাদের ধর্মান্তরিত করার আহ্বান জানালেন। ফিরহাদ বলেন, ‘যারা ইসলাম নিয়ে জন্মায়নি, দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। তাদের ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান ফিরিয়ে আল্লাকে খুশি করা হবে। ইসলামকে তাদের মধ্যে ছড়াতে হবে। যদি বিধর্মীদের একজনকেও আমরা ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হবে।’
‘আল্লাহু আকবর’ স্লোগান তুলে ফিরহাদ হাকিম বলেন, ‘একজনকেও যদি আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং ইসলামের বিস্তার হবে। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি। ইসলাম নিয়ে জন্মানোর মানে আমাদের রসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোন অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া।’
কি বললেন ফিরহাদ হাকিম? শুনুন –
ফিরহাদ বলেন, ‘যদি একজনকেও আমরা ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হবে। আমরা নিজেরা মুসলিম, মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা বেশিরভাগ মানুষেরই জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহতালাকে খুশি করা হবে।’
জানা গেছে, সর্বভারতীয় কোরানের আলো ফাউন্ডেশনে তরফে আয়োজিত ইন্ডিয়ান ন্যাশনাল কোরান মেমোরাইজেশন কম্পিটিশন ২০২৪ এর তৃতীয় পর্ব উদ্বোধনকালে এসব কথা বলেন ফিরহাদ। তার বক্তব্যের ভিডিও ফুটেজ সামনে আসতেই তুমুল বিতর্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, রাজ্যের ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী হয়ে কিভাবে তিনি প্রকাশ্য জনসভায় ধর্মান্তরিত করার আহ্বান জানাতে পারেন?
তথ্যসূত্র- OP India