প্রেসিডেন্টের টুইট ডিলিট, টুইটার নিষিদ্ধ করলো নাইজেরিয়া
আবুজা: টুইটার ব্যান করল নাইজেরিয়া সরকার। জানা গিয়েছে, দেশটির প্রেসিডেন্ট মহম্মদ বুহারির টুইট ডিলিট করেছিল টুইটার (Twitter)। তারপরেই শুক্রবার টুইটার ব্যান করল নাইজেরিয়া সরকার।
নাইজেরিয়ার তথ্য ও সংস্কৃতি দফতর বিবৃতিতে জানিয়েছে, নাইজেরিয়ার সরকার অনির্দিষ্টকালের জন্য মাইক্রোব্লগিং ও সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস টুইটারকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে।
নাইজেরিয়ার তথ্য মন্ত্রী লাই মহম্মদ বলেন, নাইজেরিয়ার কর্পোরেট অস্তিত্বকে খর্ব করতে পারে, তাই টুইটার নিষিন্ধ করা হল। নাইজেরিয়ায় টুইটারের গতিবিধি ও উদ্দেশ্য সন্দেহজনক। প্রেসিডেন্টের টুইট ডিলিট করলেও নাইজেরিয়া হিংসা ছড়াতে পারে, এমন বহু টুইটকে আগে দেখাই হয়নি।
মঙ্গলবার রাতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মহম্মদ বুহারির একটি টুইট ডিলিট করে দেয় টুইটার। কি লেখা ছিল সেই টুইটে? বুহারি তাঁর টুইটে লেখেন, এখন যারা সরকারের বিরোধিতা করছে, তারা বয়সে অনেক ছোট। নাইজেরিয়ার গৃহযুদ্ধের সময়ে কত প্রাণহানি, কত ক্ষতি হয়েছিল তা তারা জানে না। প্রয়োজনে ওরা যে ভাষাটা বোঝে, সেই ভাষাতেই ওদের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, বর্তমানে ভারতে নয়া ডিজিটাল আইন নিয়ে কেন্দ্র- টুইটারের তরজা চরমে। ইতিমধ্যেই টুইটারকে শেষ নোটিশ ধরিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।