মাথার দাম ছিল ১৪ লাখ টাকা, আত্মসমর্পণ করলেন মাওবাদী নেত্রী সুনীতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছত্তিশগঢ়, মহারাষ্ট্র, তেলঙ্গানা এবং ওড়িশার পর এবার মাওবাদীদের আত্মসমর্পণের ঢল নেমেছে মধ্যপ্রদেশে। রাজ্যের বালাঘাট জেলায় পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনী ‘হক ফোর্স’-এর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন মাওবাদীর শীর্ষ নেত্রী সুনীতা।
গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সুনীতা
বালাঘাট ও মান্ডলা জেলা মিলিয়ে গঠিত কান্হা ব্যাঘ্রপ্রকল্প সংলগ্ন অঞ্চলে সংগঠনের বিস্তারের দায়িত্বে ছিলেন সুনীতা। তিনি শুধু মাওবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যই নন, বরং পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-এর অন্যতম কমান্ডার হিসেবেও কাজ করতেন।
এ ছাড়াও, মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য ও এনএমসি জ়োনের প্রধান রামদার-এর নিজস্ব বাহিনীর নেতৃত্বও দিতেন তিনি। তাঁর গ্রেপ্তার বা আত্মসমর্পণের জন্য ছত্তিশগঢ়, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ পুলিশ যৌথভাবে ১৪ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল।
আত্মসমর্পণের মুহূর্ত
রবিবার বালাঘাটে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে আত্মসমর্পণের প্রতীক হিসেবে নিজের ইনসাস রাইফেলটি পুলিশের হাতে তুলে দেন সুনীতা। সেই অস্ত্রটি গ্রহণ করেন ‘হক ফোর্স’-এর সহকারী কমান্ডার রূপেন্দ্র ধুরভে। তিনি জানান, “সুনীতার বিরুদ্ধে ২০২২ সাল থেকে একাধিক গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। তবে সরকারি নীতি অনুযায়ী তাকে পুনর্বাসনের সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে।”
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সোমবার এক বিবৃতিতে বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র সমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসছেন মাওবাদীরা। মধ্যপ্রদেশে চলতি বছরে যারা আত্মসমর্পণ করেছেন, তাঁদের মাথার মোট দাম ১ কোটি ৪৬ লক্ষ টাকা।”


