Friday, April 19, 2024
দেশ

চেন্নাই বিমানবন্দরের নয়া টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার দুপুরে চেন্নাই বিমানবন্দরের (Chennai Airport) নয়া টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। উদ্বোধনের আগে নয়া টার্মিনালের মডেলটিও খতিয়ে দেখেন মোদী।

চেন্নাইয়ের পরিকাঠামোর ক্ষেত্রে এই টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং অর্থনীতিকে সমৃদ্ধি করবে।

২,২০,৯৭২ স্কয়ার মিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে নতুন এই টার্মিনাল। বার্ষিক ৩৫ মিলিয়ন প্যাসেঞ্জার বহন করবে এই টার্মিনাল। এর ফলে আরও অনেক ভালো পরিষেবা দিতে পারবে চেন্নাই বিমানবন্দর।

এদিন চেন্নাই বিমানবন্দরে নামার পর মোদীকে স্বাগত জানান তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি (RN Ravi), মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)।