Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

উত্তাল পরিস্থিতিতে বাংলাদেশের জেল থেকে পালিয়েছে জঙ্গিরা, সীমান্তে সতর্ক BSF

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাসিনার পদত্যাগ এবং তারপরে দেশত্যাগের পরেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে শিকেয় ওঠে। পুলিশ কর্মবিরতি ঘোষণা করে। এই সুযোগে বাংলাদেশের জেল থেকে অন্তত ২০ জন জঙ্গি পালিয়েছে বলে খবর। 

এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে বিএসএফ। জঙ্গিরা ভারতে প্রবেশ করলে বড় বিপদ হতে পারে। জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে বিএসএফ। এ বিষয়ে সীমান্তের গ্রামগুলিতে মিটিং করছে বিএসএফ।

সীমান্তের কাছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও সদস্যদের সঙ্গে বৈঠক করেছে বিএসএফ। বিএসএফের আধিকারিকরা সাধারণ গ্রামবাসীদের নানাভাবে সচেতন করার চেষ্টা করেছেন। মিটিংয়ে বলা হয়েছে, বাংলাদেশ পারে লোকজন জড়ো হলেই যেন বিএসএফকে খবর দেওয়া হয়।