Wednesday, April 23, 2025
Latestকলকাতা

চাকরি বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের অবমাননা মমতার, নোটিশ আইনজীবীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চাকরি বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এবার আদালত অবমাননার অভিযোগ উঠল। এই অভিযোগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন কলকাতার বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ দত্ত।

সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ার পর রাজ্যজুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী এই রায়ের ফলে চাকরি হারিয়েছেন। এই পটভূমিতেই গত ৭ এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন।

আইনি নোটিশে মুখ্যমন্ত্রীর ভাষণের একাধিক অংশ উদ্ধৃত করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্য সুপ্রিম কোর্টের মর্যাদা ও রায়ের প্রতি সরাসরি অবমাননাকর। নোটিশে উল্লেখ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন বলেন, “কারও চাকরি কাড়ার অধিকার কারও নেই। আমাদের প্ল্যান-এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি আর ই রেডি। এই কথা বলার জন্য আমাকে জেলে ভরে দেওয়া হতে পারে। কিন্তু আই ডোন’t কেয়ার। আপনারা আপনাদের কাজ করুন। কে আপনাদের আটকাচ্ছে? সুপ্রিম কোর্ট? সে ক্ষেত্রে মনে রাখবেন যাই বিকল্প হোক, আমরা করব।”

আইনজীবীর মতে, এক সাংবিধানিক পদে থেকেও এ ধরনের মন্তব্য বিচার ব্যবস্থার উপর আস্থা নষ্ট করে এবং এটি আদালতের অবমাননার সমতুল।