Wednesday, April 23, 2025
Latestআন্তর্জাতিক

দাড়ি কাটলেই শাস্তি! পাকিস্তানের তিরাহ উপত্যকায় ফতোয়া জারি লস্কর-ই-ইসলামের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় জারি হলো কট্টর ফতোয়া। নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-ইসলাম (এলআই) সম্প্রতি ঘোষণা করেছে যে, স্থানীয় পুরুষরা দাড়ি কাটতে পারবেন না বা দাড়িতে কোনো রকম ‘স্টাইলিশ’ ছাঁট দিতে পারবেন না। এই আদেশ অমান্য করলে শাস্তি পেতে হবে বলে সতর্ক করা হয়েছে।

লিফলেট বিতরণ এবং হুমকি

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুসারে, লস্কর-ই-ইসলাম (এলআই) তিরাহ উপত্যকার বার বাগ মার্কাজসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে। এই লিফলেটে এলআই-এর কমান্ডার চামথু আফ্রিদির নামে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় নাপিতদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন কোনোভাবেই দাড়ি না কাটেন বা কোনো স্টাইলিশ ছাঁট না দেন। নাপিতদের পাশাপাশি স্থানীয় পুরুষদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।

দোকানদার ও ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা

রোজার মাসে কোনো ব্যবসায়ী বা দোকানদার যদি পণ্যের দাম বাড়ান বা পণ্য মজুত করেন, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ধরনের আচরণকে ‘অন্যায়’ হিসেবে চিহ্নিত করে এলআই কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

যুবকদের উপর কঠোর বিধিনিষেধ

তিরাহ উপত্যকার যুবকদের জন্যও বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে লস্কর-ই-ইসলাম।

  • বরফ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
  • প্রয়োজন ছাড়া মোটরবাইক চালানো নিষিদ্ধ।
  • মোবাইল ও কম্পিউটারে কোনো ধরনের আপত্তিকর বা নিষিদ্ধ বিষয় ডাউনলোড করা যাবে না।
  • নাবালকদের এসব প্রযুক্তি থেকে দূরে রাখতে হবে।

অন্য বিধিনিষেধ ও সতর্কতা

এলাকার প্রাপ্তবয়স্কদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সর্বদা নাবালক ও অল্পবয়সীদের উপর নজর রাখেন। রমজানের মাসে কোনো ধরনের ঝগড়া বা মারামারি করা যাবে না, করলে শাস্তির সম্মুখীন হতে হবে।

এছাড়াও, কেউ যদি এলআই-এর নাম করে অস্ত্র দেখিয়ে তোলা আদায় করতে আসে, তাহলে দ্রুত নেতৃত্ব ও সদস্যদের জানাতে বলা হয়েছে।

ভয় আর আতঙ্কে সাধারণ মানুষ

লস্কর-ই-ইসলামের সশস্ত্র সদস্যরা স্থানীয় বাজারে ঢুকে লিফলেট বিতরণ করেছে এবং জনবহুল এলাকায় সেগুলি সেঁটে দিয়ে গেছে। এতে করে তিরাহ উপত্যকার সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে

বিশেষজ্ঞরা মনে করছেন, এলআই-এর এই ফতোয়া  তিরাহ উপত্যকার মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে। স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি করছে।

সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন

এই ধরনের কঠোর আদেশ ও হুমকি তিরাহ উপত্যকার মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।