বাংলা নববর্ষের আগেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে হাওড়া মেট্রো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের মধ্যে সর্বপ্রথম মেট্রো রেল চলেছিল কলকাতায়। এবার দেশের প্রথম জলের তলায় মেট্রো ছুটতে চলেছে কলকাতায়। গঙ্গার নিচে দিয়ে ছুটবে মেট্রো।

জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে বাংলা নববর্ষের আগেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হবে।

উল্লেখ্য, হাওড়া মেট্রো স্টেশন দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। মাটি থেকে ৩৩ মিটার গভীরে অবস্থিত হাওড়া মেট্রো স্টেশন। ৫২০ মিটারের দুটি টানেল দিয়ে চলবে হাওড়া মেট্রো। টানেলের এক প্রান্তে হাওড়া, অন্য প্রান্তে মহাকরণ।