জ্ঞানবাপী কমপ্লেক্সে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু করলো এএসআই
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, জ্ঞানবাপী কমপেক্সে সমীক্ষা চালাতে পারবে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। এরপর কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুক্রবার ভোরবেলা থেকে জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু করলো এএসআই।
জানা গেছে, কয়েকটি দলে ভাগ হয়ে এএসআইয়ের পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা জ্ঞানবাপী চত্বরে কাজ শুরু করেছেন। তবে জ্ঞানবাপী মসজিদ কমিটি এই সমীক্ষা বয়কট করেছে।
এদিকে, এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম পক্ষ। মসজিদ চত্বরে সমীক্ষার উপর স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছে মসজিদ কমিটির তরফে। এদিন শুনানি শুরু হওয়ার আগেই জ্ঞানবাপীতে সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে এএসআই।
উল্লেখ্য, জ্ঞানভাপি মসজিদ কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত। জরিপটি এলাহাবাদ হাইকোর্ট চার মহিলার পিটিশনের ভিত্তিতে করা হচ্ছে। তাদের দাবি, ১৭ শতকের মসজিদটি একটি মন্দিরের উপরে নির্মিত হয়েছে।
হিন্দু পক্ষের দাবি, জ্ঞানভাপি মসজিদের জায়গায় আগে একটি মন্দির ছিল। ১৭ শতকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশে যেটি ভেঙে ফেলা হয়েছিল।