করোনা মোকাবিলায় ভারতকে ১৩৫ কোটি টাকা দিল গুগল
নয়াদিল্লি: করোনার সেকেন্ড ওয়েভে মারাত্মক রূপ নিয়েছে। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন এবং মৃত্যু হয়েছে ২৮১২ জনের। দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল গুগল (Google)।
সোমবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, চিকিৎসা সামগ্রী, অক্সিজেন এবং করোনা পরীক্ষার কিট কেনার জন্য ১৩৫ কোটি টাকা সাহায্য দেওয়া হল ভারতকে। অনুদানের কথা ঘোষণা করে গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai) টুইটে বলেন, ভারতে ক্রমশ করোনা ভয়াবহ আকার নিচ্ছে যা দেখে আমি বিধ্বস্ত।
দুই দফায় অনুদান দেবে গুগল। ভারতে নিযুক্ত গুগলের প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা জানান, করোনায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সংসার চালানোর জন্যে নগদ টাকা দিতে এক দফায় সাহায্য করা হবে ভারতকে। আর দ্বিতীয় UNICEF-এর কাছে সাহায্যের অর্থ তুলে দেওয়া হবে। সেই টাকা দিয়ে জরুরি ভিত্তিতে অক্সিজেন এবং করোনা পরীক্ষার কিট সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনা হবে।
অর্থ সাহায্যের পাশাপাশি ভারতে ইংরেজি এবং আঞ্চলিক ৮ টি ভাষায় করোনা সম্পর্কিত যাবতীয় তথ্য দিচ্ছে গুগল। কোথায় করোনা পরীক্ষা করাবেন, কোথায় ভ্যাকসিন গেলে পাবেন এসব তথ্য থাকছে তাতে। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ভ্যাকসিন নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজও করছে গুগল।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

