Sunday, October 13, 2024
আন্তর্জাতিক

এবার বাংলাদেশের নড়াইলে দুর্গা প্রতিমা ভাঙচুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে পুজোর আমেজ শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ থেকে একের পর এক প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে আসছে। ফরিদপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জের পরে এবার নড়াইলে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নড়াইলে নির্মীয়মান দুর্গাপ্রতিমা ভেঙে দিয়েছে অজ্ঞাতনামা দুষ্কৃতীরা। এই ঘটনায় ওই এলাকার হিন্দুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রতি বছরের মতো এ বছরও নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের পুরুলিয়া ঠাকুরবাড়িতে প্রতিমা নির্মাণ করা হচ্ছিলো। অভিযোগ, বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতীরা হামলা চালিয়ে নির্মীয়মান দুর্গাপ্রতিমা ভেঙে দিয়েছে। 

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ, স্থানীয় প্রশাসন এই ঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।