Monday, November 17, 2025
রাজ্য​

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিই সার! স্বাস্থ্যসাথী কার্ডে মিলছে না চিকিৎসা, রোগীর মৃত্যু

শিলিগুড়ি: বৈধ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছে না রাজ্যের রোগীরা।এমনই অভিযোগ উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায়। এবার বৈধ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক নার্সিংহোমে ঘুরে মৃত্যুর অভিযোগ উঠল শিলিগুড়িতে। ঘটনায় বিধানসভা ভোটের আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ গফফর।

মৃতের পরিবারের অভিযোগ, অসুস্থ গফফরের স্বাস্থ্যসাথী কার্ড দেখানো সত্বেও তাঁকে ভর্তি নেয়নি কোনও বেসরকারি হাসপাতাল। নার্সিংহোমের তরফে বলা হয়, এই কার্ডে ভর্তি নেওয়া হবে না। লগদ টাকা নিয়ে আসুন। টাকা না থাকার ফলে বিনা চিকিৎসাতেই বাড়িতে মৃত্যু হয় রোগীর। এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। একাধিক নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা সেবা না পাওয়ায় কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনেক বড় বড় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা দিতে চাইছে না, আমরা তাদের সঙ্গে মিটিংয়ে বসে বলব তাদের চিকিৎসার ব্যবস্থা করতেই হবে। নার্সিংহোমগুলোর উদ্দেশ্যে তৃণমূল নেত্রী সাফ বলেন, এরপর যদি কেউ স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা দিতে না চায়, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার! ফের স্বাস্থ্যস্বাথী কার্ড দেখিয়েও মিলল না চিকিৎসা। কার্ড থাকা স্বত্বেও রোগীকে ফিরিয়ে দিল শিলিগুড়ির একাধিক নার্সিংহোম। যার ফলে বিনা  চিকিৎসাতেই বাড়িতেই প্রাণ হারালেন ৭০ বছরের বৃদ্ধ। মৃতের পরিবারের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে ২ সপ্তাহ আগেই স্বাস্থ্যস্বাথী কার্ড করা হয়েছিল। বলা হয়েছিল, ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে বিনামূল্যে। কিন্তু কোনও নার্সিংহোম ওই কার্ড দিয়ে ভর্তি নিতে রাজি হয়নি।