Tuesday, June 24, 2025
রাজ্য​

বুধবার দুপুরেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত তিনি পাম এভিনিউয়ের বাড়িতে ফিরছেন না। তাঁকে বাড়িতে নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু বাড়িতে দেখাশোনার কেউ না থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাঁকে সেফ হোমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতায় তাঁর বাড়ির কাছের একটি সেফ হোমে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেববাবু এখন অনেকটাই সুস্থ। শরীরে অক্সিজেনের মাত্রা ৯৬ শতাংশ। স্বাভাবিক থাকায় কৃত্রিম অক্সিজেনের চাহিদা কমেছে। হৃদস্পন্দনের গতি প্রতি মিনিটে ৬৪। নিজে নিজেই খাবার খেতে পারছেন, খবরের কাগজ পড়তে পারছেন, কথা বলতে পারছেন চিকিৎসকদের সঙ্গে। ইতিমধ্যেই তাঁর রেমডিসিভিরের কোর্স শেষ হয়েছে। তবে এখনও স্টেরয়েড চলছে। সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা হাসপাতালে তাঁকে এখন রাখা প্রয়োজনীয় নয়। তাই উডল্যান্ডস হাসপাতালের মেডিক্যাল বোর্ড তাঁকে ছুটি দিয়েছে।

করোনা আক্রান্ত হওয়ার পরে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসা চলছিল বুদ্ধদেববাবুর। ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং বুদ্ধদেবের সর্বক্ষণের সঙ্গী তপনবাবুও। বুধবার দুপুরে তিনজনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। তবে বাড়িতে দেখভালের কেউ না থাকায় বুদ্ধদেব, মীরা এবং তপনবাবু ওই সেফ হোমেই থাকবেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।