Wednesday, April 24, 2024
আন্তর্জাতিক

আমেরিকার নজরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিজেপি, বলছে ওয়াল স্ট্রিট জার্নাল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি দলের প্রশংসা করল আমেরিকার বিখ্যাত পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকার প্রতিবেদক ওয়াল্টার রাসেল মিড প্রতিবেদনে বলেছেন, ‘আমেরিকার জাতীয় স্বার্থের দিক থেকে বিদেশি রাজনৈতিক দল হিসেবে বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজেপি। এছাড়া ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি বড় জয় পাবে বলেও প্রত্রিকায় লিখেছেন তিনি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়েছে, ‘২০১৪ এবং ২০১৯ সালে বড় জয় পাওয়ার পর ২০২৪ সালের লোকসভা ভোটেও জয়লাভ করতে চলেছে বিজেপি। এছাড়া বর্তমানে ভারত একটি নেতৃস্থানীয় অর্থনৈতিক শক্তি হিসেবে এবং জাপান সহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান কৌশলের অপরিহার্য অংশ হিসাবে উঠে আসছে।’

‘হিন্দুত্বের’ থেকে আধুনিকীকরণের চিন্তাভাবনা বিজেপি তুলে ধরছে এবং সাফল্য লাভ করছে বলেও দাবি মার্কিন পত্রিকার। বলা হয়েছে, ২০ কোটি জনসংখ্যা বিশিষ্ট উত্তরপ্রদেশে হিন্দু থেকে শিয়া মুসলিমও বিজেপিকে সমর্থন করছে। পাশাপাশি, মার্কিন পত্রিকায় RSS কে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামাজিক সংগঠন বলে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল