Wednesday, April 23, 2025
দেশ

‘অসমে মুসলিম জনসংখ্যা বর্তমানে ৪০ শতাংশ’, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার অসমের মুসলিম জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাজ্যের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মুসলিম বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘এটা রাজনীতিকে ইস্যু নয়। এটা জীবন-মরণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, ‘১৯৫১ সালে অসমের মোট জনসংখ্যার ১২ শতাংশ ছিল মুসলিম। সেটা ক্রমশ বেড়ে এখন ৪০ শতাংশে দাঁড়িয়েছে। জন বিন্যাসে বহু জেলা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়। এটা জীবন-মৃত্যুর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

এবারই প্রথম নয়, অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে হিমন্ত এর আগেও বহুবার সুর চড়িয়েছেন। দিন কয়েক আগে তিনি বলেছিলেন, ‘একটা নির্দিষ্ট ধর্মের মানুষ যেভাবে অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছে, সেটা যথেষ্ট উদ্বেগের।’

উল্লেখ্য, অসমে মুসলিম জনসংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই তথ্য উঠে এসেছে বিভিন্ন পরিসংখ্যানেও। এর পিছনে বড় কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিমদের অবৈধ অনুপ্রবেশ। অবৈধভাবে এসব অনুপ্রবেশকারীরা নথি তৈরি করে বসবাস করছেন। এর ফলে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে বাড়ছে মুসলিম জনসংখ্যা।