Friday, November 14, 2025
দেশ

যুদ্ধবিদ্ধস্ত সুদান থেকে দেশে ফিরেই ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ২৩১ ভারতীয়দের (ভিডিও)

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যুদ্ধবিদ্ধস্ত সুদান (Sudan) থেকে ভারতীয়দের (Indian) ফিরিয়ে আনতে অপারেশন কাবেরী শুরু করেছে মোদী সরকার। সুদানে যাতে একজনও ভারতীয় আটকে না থাকেন, সেজন্য তৎপর ভারত সরকার। অপারেশন কাবেরীর মাধ্যমে শনিবার সকালে সুদান থেকে ভারতে ফিরলেন ২৩১ জন ভারতীয়।


বায়ুসেনার বিমানে করে ২৩১ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দিল্লিতে ফিরেই ওই ২৩১ জন ভারতীয় ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দিতে থাকেন।