Wednesday, April 23, 2025
Latestদেশ

ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ওয়াইসি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ এখন শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়। তবে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি সরাসরি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন।

ওয়েইসির অভিযোগ, এই সংশোধনী বিল মুসলিম সমাজের স্বার্থবিরোধী এবং এটি সাংবিধানিক ধারার পরিপন্থী। তিনি বলেন, “ওয়াকফ সম্পত্তি মূলত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সমাজকল্যাণমূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু এই বিলে যে ধারা ও শর্তাবলী অন্তর্ভুক্ত করা হয়েছে, তাতে সেই স্বার্থ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

ওয়েইসির মতে, এই বিলের মাধ্যমে বিজেপি সরকার মুসলমানদের অধিকার খর্ব করার পরিকল্পনা করছে। তিনি প্রশ্ন তোলেন, “সংবিধান যেখানে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলে, সেখানে কীভাবে এই ধরনের আইন প্রণয়ন করা যায়?”

ওয়াকফ বোর্ডের কার্যপ্রণালি ও সম্পত্তি সংক্রান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে এই সংশোধনী বিল। যদিও সরকার দাবি করছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ, কিন্তু বিরোধী পক্ষের মতে, এর মধ্যে রয়েছে মুসলিম সমাজকে প্রান্তিক করার প্রচেষ্টা।