ইফতারে আছে, অথচ রামনবমীতে নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সারা দেশে যখন জোরকদমে রাম নবমী উদযাপনের প্রস্তুতি চলছে, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় নতুন এক বিতর্কের কেন্দ্রে। বিশ্ববিদ্যালয়ে রাম নবমী পালনের আবেদন জানানো হলেও অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
হিন্দু স্টুডেন্টস ইউনিয়ন এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবছর ক্যাম্পাসের ভেতরে রাম নবমী উদযাপনের অনুমতি চেয়েছিলেন। তাঁদের দাবি, “শিক্ষাপ্রতিষ্ঠান মানেই ধর্মনিরপেক্ষতা ও সহিষ্ণুতার জায়গা। এখানে সব ধর্মের উৎসব পালনের সুযোগ থাকা উচিত।”
কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবেদন প্রত্যাখ্যান করে। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। সূত্রের খবর, শিক্ষাঙ্গনকে ধর্মীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার নীতিই এই সিদ্ধান্তের পেছনে রয়েছে।

এমন সিদ্ধান্তে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। পড়ুয়াদের একাংশের বক্তব্য, “কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইফতার পার্টির অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে রাম নবমীর মতো ধর্মীয় উৎসবে কেন বাধা?” তাঁদের মতে, এই দ্বৈত নীতি শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষতার পরিপন্থী।