Friday, May 3, 2024
কলকাতা

অভিষেক- কুন্তলকে ৫০ লাখ টাকা জরিমানা করলো হাইকোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অভিষেক বন্দোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে মাথাপিছু ২৫ লাখ করে মোট ৫০ লাখ টাকা জরিমানা করলো কলকাতা হাইকোর্ট। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার রায়ে বিচারপতি অমৃতা সিনহা এই রায় দেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ কলকাতার শহিদ মিনারে সমাবেশে অভিষেক দাবি করেছিলেন, মদন মিত্র এবং কুণাল ঘোষের মতো নেতাদের ইডি-সিবিআই হেফাজতে থাকাকালীন তাদের অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে, তার পর দিনই কুন্তল আদালতে ঢোকার মুখে দাবি করেন, নিয়োগ দুর্নীতি মামলায় তাকে অভিষেকের নাম নেওয়ার জন্য চেষ্টা হচ্ছে।

কুন্তলের এই দাবি এবং চিঠি সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে। বিচারপতি বলেছিলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের একই ধরনের দাবি কাকতালীয় হতে পারে না। এই মামলায় তদন্তের নির্দেশ দেন তিনি। জানান, প্রয়োজনে ইডি-সিবিআই অভিষেককেও জেরা করতে পারবে। বৃহস্পতিবার সেই রায়ও বহাল রেখেছেন বিচারপতি সিনহা।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের থেকে বদল করে দেওয়া হয় বিচারপতির এজলাস। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে কুন্তল ঘোষের এই মামলাটি দেওয়া হয় বিচারপতি সিনহার বেঞ্চে।