Friday, March 29, 2024
দেশ

ভারতে ১২.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে অ্যামাজন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের ভারতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করলো অ্যামাজন। এবার ভারতে ক্লাউড পরিষেবা আরও বাড়াতে ২০৩০ সালের মধ্যে ক্লাউড পরিকাঠামোয় ১২.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল অ্যামাজন ওয়েব সার্ভিসেস।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে ডেটা সেন্টার অবকাঠামোতে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে প্রতি বছর ভারতীয় ব্যবসায় গড়ে ১,৩১,৭০০ কর্মসংস্থান হবে। নির্মাণ, ফ্যাসিলিটি মেইনটেন্যান্স, ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন এবং অন্যান্য চাকরি সহ এই পদগুলি ভারতের ডেটা সেন্টার সাপ্লাই চেইনের অংশ।


AWS জানিয়েছে, তারা ভারতে ক্লাউড অবকাঠামোতে ১ লাখ ৫ হাজার ৬০০ কোটি টাকা (১২.৭ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে।