বিষমদ কাণ্ডে বিহারে মৃতের সংখ্যা বেড়ে ৬৮
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিষমদ কাণ্ডে বিহারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার নতুন করে আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ আরও বহু মানুষ। নীতিশ কুমারের রাজ্য বিহারে যার ফলে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৬৮ জনে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। কিন্তু তারপরেও মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতি বছরই বিষমদ খেয়ে মৃত্যু হয় বহু মানুষের। এ বছরও বিষমদ কাণ্ডে বিহারে ৬৮ জনের প্রাণ কাড়লো।
জানা গিয়েছে, বিহারের মুজফফরপুর, গোপালগঞ্জ ও চম্পারণে বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের। এরমধ্যে মুজফফরপুরের ৩৩ জন, পশ্চিম চম্পারণে ১৪ জন, গোপালগঞ্জে ১৭ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম চম্পারণের ৭জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
মদ নিষিদ্ধ হওয়া সত্বেও লুকিয়ে বিক্রি হচ্ছে বিষ মদ। যার জেরে প্রাণ যাচ্ছে মানুষের। বিষমদ কাণ্ডে যুক্তদের ধরতে তৎপর হয়ে উঠেছে বিহার প্রশাসন।
এদিকে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দল। আরজেডির নেতা তেজস্বী যাদবের দাবি, ‘বিহারে মদ নিষিদ্ধ করতে ব্যর্থ নিতিশ কুমার সরকার। রাতের অন্ধকারে রমরমিয়ে বিক্রি হচ্ছে মদ।’ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন নীতিশ কুমার। দোষীদের দ্রুত খুঁজে বের করে উপযুক্ত সাজা দেওয়ার কথা বলেছেন তিনি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।