Friday, March 29, 2024
দেশ

একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের ইতিহাস গড়তে চলেছে ইসরো। একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো। জানা গেছে, ইসোরোর মাধ্যমে একসঙ্গে ৩৬ টি স্যাটেলাইট লঞ্চ করবে লো আর্থ অরবিট স্যাটেলাইট কোম্পানি ওয়ান ওয়েব (One Web)।আগামী ২৬ মার্চ লঞ্চ হবে। শ্রীহরিককোটাতে সতীশ ধাওয়ান লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপন করা হবে এই স্যাটেলাইটগুলি।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) তার সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল লঞ্চ ভেহিকেল মার্ক-III (LVMIII) থেকে লো আর্থ অরবিটে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এটি ওয়ান ওয়েবের ১৮তম লঞ্চ হবে। ইংল্যান্ড এবং ভারতের যৌথ পরিকল্পনায় এই নিয়ে দ্বিতীয় বার ভারত থেকে লঞ্চ হচ্ছে ওয়ান ওয়েবের স্যাটেলাইট। এই স্যাটেলাইটের উৎক্ষেপনের ফলে শিক্ষা, স্বাস্থ্য, সরকার পরিচালনা, শিল্পদ্যোগের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে আরও সহজ হয়ে যাবে।