অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্যে পাথর এসে পৌঁছাল

তেইশ বছর আগে অযোধ্যার যে স্থানে বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই স্থানেই রাম মন্দির বানানোর জন্য সোমবার ট্রাক ভর্তি পাথর এসে পৌঁছেছে অ‌যোধ্যায়।

বিশ্ব হিন্দু পরিষদ নেতা ত্রিলোকিনাথ পাণ্ডে বলেন, ‘এই ট্রাক ভর্তি ইঁট ও পাথর আসার তাৎপর্য হল মন্দির নির্মাণের সম্ভাবনা খুব নিকটে চলে এসেছে। আমাদের বহুদিনের আশা ছিল বিজেপি সরকার ক্ষমতায় আসবে যারা রাম মন্দির তৈরী করবে। আর এখন কেন্দ্রের ক্ষমতায় এখন বিজেপি এবং তাদের সংখ্যাগরিষ্ঠতাও আছে – ফলে আমরা চাই নরেন্দ্র মোদির সময়েই যেন রামমন্দির তৈরির কাজ শুরু করে দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি বিনয় কাটিয়ার বলেন, রাম মন্দির নির্মাণ অনেক পুরনো একটি বিষয়। কিন্তু, যতদিন না পর্যন্ত রাম মন্দির তৈরি করা হবে, ততদিন পর্যন্ত বিষয়টি নিয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি নয়।

উত্তরপ্রদেশের প্রিন্সিপাল সেক্রেটারি দেবাশিস পাণ্ডা বলেছেন মন্দির নির্মাণের জন্য নতুন করে আর কোনও পাথর অযোধ্যায় ঢুকতে দেওয়া হবে না।