Wednesday, November 19, 2025
কলকাতা

প্রথমবার মুখ খুলেই তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন শোভন চট্টোপাধ্যায়

কলকাতাঅবশেষে মান অভিমানের পালা মিটিয়ে রবিবার সন্ধ্যায় বিজেপির দফতরে পৌঁছলেন শোভন- বৈশাখী৷ হেস্টিংসে বিজেপি দফতরে পৌঁছে তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন শোভন চট্টোপাধ্যায়।

শোভনবাবুর আক্রমণে রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল। প্রথমবার মুখ খুলেই রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন শোভন চট্টোপাধ্যায়৷ কলকাতার প্রাক্তন মেয়রের দাবি, বিজেপির সিগন্যালেই তৈরি হয়েছিল তৃণমূল৷

উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়া শোভন-বৈশাখীকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে একুশে বাংলা দখলের শোভনবাবুকে কাজে লাগাতে চাইতে পদ্মশিবির।

এদিকে বিধানসভা ভোটের আগে তৃণমূল শিবিরে ভাঙন অব্যাহত। এ প্রসঙ্গে শোভনবাবু বলেন, তৃণমূলের এখন অবস্থা ছোট চাদরের মতো৷ পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যাচ্ছে, মাথা ঢাকতে গেলে পা৷ বিজেপির সিগন্যালেই তো ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল তৈরি হয়েছিল৷

শোভনবাবুর অভিযোগ, যারা একসময় তৃণমূল দলটা গঠন করেছিল, তাঁরাই এখন দলে অবহেলিত। তাই তাঁরা দলদলে তৃণমূল ত্যাগ করছেন বলে দাবি করেন তিনি।

শোভন চট্টোপাধ্যায় বলেন, যাঁরা সংগ্রাম করে তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন, তাঁরা কী পেলেন? মুকুল রায়ের মতো নেতা তৃণমূল ত্যাগ করেছেন। আত্মসমালোচনা করা উচিৎ তৃণমূলের৷ দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল৷ বিজেপি আমাদের কাজের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞ৷