দুর্গাপুরে তৃণমূলের সভায় গরহাজির বিধায়ক-সহ ৬ কাউন্সিলর, জল্পনা চরমে
দুর্গাপুর: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূল নেতাদের ‘বেসুরো’ হওয়ার প্রবণতা ততোই বাড়ছে। একের পর এক নেতা দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এবার তৃণমূলের জেলা কমিটি আয়োজিত জনসভায় অনুপস্থিত বিধায়ক ও আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল (Biswanath Pariyal)। অনুপস্থিতির তালিকায় আরও একঝাঁক কাউন্সিলরও। এরপরেই শুরু হয়েছে চরম জল্পনা। এদিকে বিজেপির দাবি, নির্বাচনের আগেই দুর্গাপুর নগর নিগম তৃণমূলের হাতছাড়া হয়ে যাবে।
জানা গিয়েছে, এই মুহূর্তে দুর্গাপুরেই রয়েছেন বিশ্বনাথ পারিয়াল। তবুও তিনি জনসভায় যোগ দেননি। এছাড়া তাঁর ঘনিষ্ঠ ৬ জন কাউন্সিলর এবং মেয়র পারিষদ সদস্য অঙ্কিতা চৌধুরী, রুমা পারিয়াল, কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজা, তৃণমূলের ৩ নম্বর ব্লক সভাপতি ও কাউন্সিলর সিপুল সাহা, সুভাষ মজুমদার এবং ধৃতি বন্দ্যোপাধ্যায়ও গরহাজির জনসভায়। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
যদিও তৃণমূলের দাবি, বেশ কয়েকজন কাউন্সিলর অসুস্থতার কারণে জনসভায় হাজির হননি। সূত্রের খবর, একটি বেসরকারি কারখানায় কর্মী নিয়োগ নিয়ে দলের সঙ্গে তীব্র মতবিরোধ চলছে বিশ্বনাথ পারিয়ালের। তাই তাঁর ঘনিষ্ঠরাও জনসভায় যোগ দেননি। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পৃথিবীর সর্ববৃহৎ দল বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৃণমূলের বহু নেতাকর্মী যোগাযোগ রাখছেন। খুব শীঘ্রই কে কে যোগ দিচ্ছেন তা জানা যাবে।
বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ১০ জনের মতো কাউন্সিলর, বোরো কমিটির চেয়ারম্যান-সহ একঝাঁক নেতা বিজেপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। চলতি মাসেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘরুই। তিনি জানান, বায়োডাটা-সহ আবেদন এসেছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে। আসন্ন বিধানসভা ভোটের আগেই দুর্গাপুর নগর নিগমে পল্টি খাবে তৃণমূল।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

