আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন? বাড়ছে রহস্য
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীর অর্ধনগ্ন দেহ। রাতে সেমিনার হলে নাইট ডিউটি ছিল ছাত্রীর। সকালে তাঁর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ করেই খুন করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা দেহ দেখার পর জানিয়েছেন, ওই মহিলা ডাক্তারের গালে, ঠোঁটে, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশও বিস্ফোরক দাবি করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মেডিক্যাল পড়ুয়া ছাত্রীর নাকে, গলায় ও ঠোঁটে আঘাত রয়েছে। পুলিশের অনুমান, বাইরের লোক নয়, হাসপাতালের লোকজনের কাজ। কারণ সেমিনার হল থেকে দেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে ওয়ার্ড অনেকটাই দূরে। সেমিনার হলে বাইরের কারও প্রবেশাধিকার নেই। ধর্ষণ করেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ছাত্রীর ওপরের দিকে কাপড় থাকলেও, নিম্নাঙ্গে কাপড় ছিল না বলে পুলিশ সূত্রে খবর।
বিক্ষোভকারী চিকিৎসকদের অভিযোগ, ময়নাতদন্তের পর দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে না কেন? রাতের অন্ধকারে দেহ ‘লুঠ’ করে নিয়ে যাওয়া হচ্ছে কেন? তদন্ত করতে কিসের ভয়? সুষ্ঠভাবে তদন্তের বদলে দেহ লুকিয়ে নিয়ে যাচ্ছে? আসল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সকাল থেকে পরিকল্পনা চলছে।” এই ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারী চিকিৎসকদের।
মৃত চিকিৎসকের বাবা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ডেডবডিটা নিয়ে চলে গেল, আমার মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেল, জানি না।” পরিবারের অভিযোগের তির হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই।