Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশে খুব শ্রীঘ্রই পুনরায় চালু হবে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম, মেসেজে জানালো আইভিএসি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টালমাটাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার আইভিএসি জানিয়েছে, শীঘ্রই বাংলাদেশে সীমিত পরিসরে ভারতীয় ভিসা সেন্টারের (আইভিএসি) কার্যক্রম পুনরায় শুরু হবে। ভারতীয় ভিসার জন্য আবেদনকারী‌দের মধ্যে পাসপোর্ট আটকে আছে এমন ব্যক্তিদের মেসেজে এ তথ্য জানি‌য়ে‌ছে আইভিএসি।

শুক্রবার আইভিএসি মেসেজে জানিয়েছে, ‘প্রিয় আবেদনকারী, শ্রীঘ্রই আইভিএসি সীমিত কার্যক্রম পুনরায় শুরু করবে। পাসপোর্ট সংগ্রহের জন্য এসএমএস পাবেন।’