বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন ভারত সরকারের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাসিনার পদত্যাগের পরে এখনও জ্বলছে বাংলাদেশ। দেশের প্রায় সমস্ত জেলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিলো ভারত সরকার। বিশেষ কমিটি গঠন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, এই কমিটি গঠন করা হয়েছে বিএসএফের নেতৃত্বে।
অমিত শাহ জানিয়েছেন, ‘উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সীমান্তে নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি তৈরি করেছে। বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবে ওই কমিটি। বাংলাদেশে অবস্থানরত ভারতীয়, সেদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যোগাযোগ রাখা হবে।’
অমিত শাহ বলেন, ‘বিশেষ এই কমিটির নেতৃত্বে থাকছেন বিএসএফের (BSF) ইস্টার্ন কমান্ডের এডিজি। এছাড়াও এই কমিটিতে থাকবেন সাউথ বেঙ্গ ফ্রন্টিয়ারের আইজি, ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি, ল্যান্ড অ্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (LPAI) সেক্রেটারি ও এক সদস্য।’