Friday, April 19, 2024
দেশ

বেদেই নিহিত ছিল বিজ্ঞানের মূল কথা, সেখান থেকেই আধুনিক বিজ্ঞানের উৎপত্তি: ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বেদ নিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান এস সোমনাথ। তাঁর কথায়, ‘বেদেই নিহিত ছিল বিজ্ঞানের মূল কথা। সেখান থেকেই আধুনিক বিজ্ঞানের উৎপত্তি!’

ISRO চেয়ারম্যান দাবি করেন, ‘বীজগণিত, বর্গমূল, সময়ের ধারণা, স্থাপত্যের গোড়ার কথা লেখা ছিল বেদে। পশ্চিমি দুনিয়া তথা উন্নত বিশ্ব সেটা পরে খুঁজে পেয়েছে মাত্র। কিন্তু তার আগে থেকেই এগুলোর অস্তিত্ব ছিল।’

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাঋষি পাণিনি সংস্কৃত এবং বৈদিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসরো চেয়ারম্যান বলেন, ‘সংস্কৃত ভাষার নিজস্ব কোনও লিপি ছিল না। কান দিয়ে এবং হৃদয় দিয়ে বেদের শিক্ষা গ্রহণ করতেন পড়ুয়ারা। অনেক পরে সংস্কৃতের জন্য দেবনগরী হরফ ব্যবহৃত হয়।’

তাঁর কথায়, ভাষাগত সমস্যার কারণেই বেদে উল্লিখিত বিজ্ঞানের সূত্র বাকি বিশ্বের কাছে অধরা রয়ে গিয়েছিল। The Statesman