প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার সূচি
কলকাতা: প্রকাশিত হল ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার সময় সূচি। শনিবার মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। আগামী ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হবে।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বেলা ১১ টা ৪৫ মিনিট থেকে বেলা ৩ টা পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় পাবেন পরীক্ষার্থীরা।
এক নজরে মাধ্যমিক পরীক্ষা ২০২১-এর সূচি:
১ জুন – প্রথম ভাষা
২ জুন – দ্বিতীয় ভাষা
৩ জুন – ভূগোল
৫ জুন – ইতিহাস
৬ জুন – গণিত
৮ জুন – জীবন বিজ্ঞান
৯ জুন – ভৌত বিজ্ঞান
১০ জুন – ঐচ্ছিক বিষয়
এর আগে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তবে ৩০ জুন বিষয়ের পরীক্ষাটি হুল উৎসবের কারণে পরে ঘোষণা করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

