Monday, November 17, 2025
Latestরাজ্য​

২১ বছর তৃণমূলে ছিলাম ভাবতেই লজ্জা লাগে: শুভেন্দু অধিকারী

কলকাতা: বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। এদিন হেস্টিংসে পৌঁছনোর আগে প্রবল বিক্ষোভ দেখায় তৃণমূল। সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এই ঘটনায় তৃণমূলকে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, সিপিআইএমের ছেঁড়া চটি পায়ে গলিয়ে তৃণমূল সরকার চলছে। ২১ বছর তৃণমূলে ছিলেন, সেটা ভাবতে লজ্জা হচ্ছে। উল্লেখ্য, শনিবার হেস্টিংসে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আসার পথে সুনীল মণ্ডলের গাড়ি আটকে দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল একটি কোম্পানিতে পরিণত হয়েছে। দলে শৃঙ্খলা বলে কিছু নেই। আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটা প্রকৃত দলে সদস্যপদ পেয়েছি। ভাবতেও লজ্জা লাগছে, ২১ বছর তৃণমূলে ছিলাম।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গকে মোদীজির হাতে তুলে দিতে হবে। শুভেন্দুর দাবি, কেন্দ্র ও রাজ্যে একই দল শাসন দরকার। তা না হলে বাংলার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বিজেপিতে একজোট হয়ে কাজ করবো। সোনার বাংলা তৈরি করবো।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।