Monday, November 17, 2025
দেশ

এবার আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে সরাসরি মমতাকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি: শনিবার জম্মু-কাশ্মীরে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠান থেকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধলেন নমো। তিনি বলেন, দেশের সব জায়গায় এই প্রকল্পের কার্ড দিয়ে চিকিৎসা সুবিধা নিতে পারবেন। শুধু কলকাতায় এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেনি।

মোদী বলেন, প্রকল্পের কার্ড দেখিয়ে দেশের ২৪০০ হাসপাতালে চিকিৎসা করানো যাবে। শুধু কলকাতায় এই প্রকল্পের সুবিধে পাবেন না। কারণ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেনি। কিছু মানুষ বুঝতে চায় না। কি আর করা যাবে।

প্রসঙ্গত, আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু করেনি মমতা সরকার। তৃণমূল সরকারের দাবি, রাজ্যের মানুষদের জন্য রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। কেন্দ্রের দেওয়া আয়ুষ্মান ভারতের চাইতে এতে সুবিধা অনেক বেশি। তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের দরকার নেই পশ্চিমবঙ্গের মানুষের।

এদিন মমতাকে সরাসরি খোঁচা দিয়ে মোদী বলেন, চেন্নাই, মুম্বাই, দিল্লি সর্বত্র চিকিৎসা করাতে পারবেন। শুধু কলকাতাতে এই প্রকল্পের সুবিধা পাবেন না। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেনি।

এর আগে গত শুক্রবার, বড়দিনে দেশের সাড়ে ৯ কোটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৮ হাজার কোটি টাকা বিলি করতে গিয়েও মমতা সরকারকে তুলোধনা করেন মোদী। উল্লেখ্য, মমতা সরকারের অসহযোগিতার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা পান না পশ্চিমবঙ্গের কৃষকরা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।