মেয়ের প্রথম ঋতুস্রাব উপলক্ষে পাড়ার লোকজনকে ডেকে কেক খাওয়ালেন বাবা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঋতুস্রাব নিয়ে সমাজে এখনও ট্যাবু রয়েছে। সমাজের নানা মহলে এটা নিয়ে এখনও নানা ভুল ধারণা রয়েছে। অনেকেই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অস্বস্তিতে ভোগেন। কিন্তু এটি কোনও অসুখ নয়, অপরাধ নয়, এটির মধ্যে অপরিচ্ছন্নতার মতো কোনও ব্যাপার নেই— এমনটাই বার্তা দিল উত্তরাখণ্ডের এক পরিবার। মেয়ের প্রথম ঋতুস্রাব উদযাপন করলো পরিবার।
উত্তরাখণ্ডের উধমসিংহ নগরের কাশীপুর সিটি এলাকার বাসিন্দা জিতেন্দ্র ভট্ট। তাঁর মেয়ে রাগিনীর প্রথম ঋতুস্রাব হয়েছে। এই উপলক্ষে পার্টির আযোজন করেছিলেন জিতেন্দ্র এবং তাঁর স্ত্রী। বন্ধুদের এবং পাড়ার লোকজন ডেকে কেক কাটা হয়। রাগিনীকে উপহার দেন অতিথিরা।
জিতেন্দ্র বলেন, ‘ছোট থেকেই তিনি দেখে এসেছি মেয়েদের ঋতুস্রাব হলেই তাঁদের ‘অশুভ’ হিসাবে দেখা হয়। ঠাকুরঘর থেকে রান্নাঘরে পর্যন্ত যেতে দেওয়া হয় না তাঁদের। সমাজের এই ধারণাকে ভাঙতেই তাঁর মেয়ে যখন প্রথমবার ঋতুমতী হয়, তখন জন্মদিনের মতোই উদযাপন করলেন সেই দিনটি।
জিতেন্দ্রর মতে, ‘এটি তো সাধারণ একটি শারীরবৃত্তীয় ঘটনা। একে লুকিয়ে না রেখে বরং সকলের সঙ্গে উদযাপন করা উচিত।’
রাগিনী বলেন, ‘সব মা-বাবারই উচিত ঋতুস্রাবকে সমাজের কাছে এমনভাবে তুলে ধরা। খুবই ইতিবাচক পদক্ষেপ। আমিও বিষয়টি নিয়ে সচেতনতা বাড়তে চাই।’