রেকর্ড ভিড়, ২১ দিনে ৩ লাখ ১৭ হাজারেরও বেশী পূন্যার্থীর অমরনাথ দর্শন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চলতি বছর অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) পূন্যার্থীদের রেকর্ড পরিমাণ ভিড়। এখনও পর্যন্ত ২১ দিনে ৩ লাখ ১৭ হাজারেরও বেশী পূন্যার্থী অমরনাথ দর্শন করেছেন। যা গত বছর এই সময়ের তুলনায় অনেকটাই বেশি।
মনে করা হচ্ছে, মহামারি করোনার চলে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় অমরনাথ যাত্রার আকর্ষক ভিডিও দেখে তরুণ সমাজ, মাঝ বয়সীদের মধ্যেও উৎসাহ বাড়ছে। যার ফলে ভিড় বাড়ছে অমরনাথ যাত্রার।
#JammuAndKashmir: #AmarnathYatra registers record number over 3.17 lakh of pilgrims who visited Holy Cave Shrine just within twenty one days which is comparatively much higher than the previous year number at the same time. #AmarnathYatra2023 pic.twitter.com/c0I7WKr2Pv
— All India Radio News (@airnewsalerts) July 23, 2023
উল্লেখ্য, চলতি বছর ১ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। যাত্রা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এই বছরের তীর্থযাত্রা ৬২ দিনের হবে এবং এটি হবে সবচেয়ে দীর্ঘতম।
৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র অমরনাথ গুহা। অমরনাথ যাত্রার দুটি রুট রয়েছে। একটি হলো জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম এবং অন্যটি গান্ডেরবাল জেলার বালতট।