Thursday, September 19, 2024
দেশ

চায়ের প্যাকেটে ‘হালাল সার্টিফায়েড’ লেখা থাকবে কেন? কি জবাব দিল ভারতীয় রেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ট্রেনে ‘হালাল’ চা দেওয়া হচ্ছে? বিতর্কের মুখে বিষয়টি নিয়ে মুখ খুললো ভারতীয় রেল। একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে এ বিষয়ে মুখ খুললো রেল। 

ভারতীয় রেলের তরফে সাফ জানানো হয়েছে, যে সংস্থার চা নিয়ে বিতর্ক হয়েছে, তা পুরোপুরি নিরামিষ। ওই চায়ের প্যাকেটে বিভিন্ন রকমের শংসাপত্র দেওয়া ছিল। সেটির মধ্যে একটি ছিল ‘হালাল’। শুধু ‘হালাল’-র উল্লেখ করা ছিল বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ট্রিবিউন) ভাইরাল হয়েছিল। তাতে এক যাত্রীকে বলতে শোনা গিয়েছিল, চায়ের প্যাকেটে কেন ‘হালাল সার্টিফায়েড’ লেখা থাকবে? রেলকর্মী জানান, চা পুরোপুরি নিরামিষ বা ভেজেটেরিয়ান। যাত্রী আশ্বস্ত হন যে চা পুরোপুরি নিরামিষ। 


যদিও চায়ের প্যাকেটে কেন ‘হালাল সার্টিফায়েড’ লেখা থাকবে, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, শ্রাবণ মাসে বিষয়টি নিয়ে স্পষ্টভাবে জানানো উচিত ভারতীয় রেলের। কেউ কেউ এ বিষয়ে প্রধানমন্ত্রী দফতরেরও হস্তক্ষেপ চান।

চাপের মুখে ভারতীয় রেল জানিয়েছে, যে চায়ের প্যাকেট নিয়ে হইচই হয়েছে, তা আন্তর্জাতিক মানের। যা প্রদান করে থাকে ইন্ডিয়ান রেলওয়ে ক‌্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। ওই প্যাকেটে বিভিন্নরকম সার্টিফিকেট আছে (FSSAI, ISO, GMP, FDA)। তা পুরোপুরি নিরামিষ। তাতে বাধ্যতামূলক হিসেবে ‘গ্রিন ডট’-ও আছে। কী কী উপকরণ আছে, সেটার ল্যাব রিপোর্টও আছে।