Monday, November 17, 2025
Latestদেশ

‘এনডিএ ক্ষমতায় থাকতে ১০০ খিলজি এলেও নালন্দা বিশ্ববিদ্যালয়কে স্পর্শ করতে পারবে না’, হুঙ্কার অমিত শাহর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের নালন্দায় এক জনসভায় অংশ নিয়ে ভারত ও বিহারের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবনে এনডিএ সরকারের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ শুধু উন্নয়নের পথে নয়, ঐতিহ্য সংরক্ষণের দিকেও সমানভাবে এগিয়ে চলেছে— ‘বিকাস ভি, বিরাসত ভি’। এনডিএ ক্ষমতায় থাকতে ১০০ খিলজি এলেও নালন্দা বিশ্ববিদ্যালয়কে স্পর্শ করতে পারবে না।”

অমিত শাহ বলেন, নালন্দা এক ঐতিহাসিক ভূমি— যেখানে রাজা বিম্বিসার, ভগবান গৌতম বুদ্ধ এবং ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীর বিচরণ করেছেন। এখানেই মহান গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়, যা টানা ৮০০ বছর ধরে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে বিদ্যমান ছিল।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দেন। গ্রন্থাগারের বইগুলি ছয় মাস ধরে পুড়েছিল। খিলজি এক জঘন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।”

অমিত শাহের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই নালন্দার গৌরব আজ পুনরায় ফিরে এসেছে। তাঁর কথায়, “আজ এনডিএ সরকারের অধীনে নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে পুনর্নির্মিত হয়েছে, এবং শত শত বখতিয়ার খিলজি মিলেও একে ছুঁতে পারবে না।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মোদী সরকার বিহারে শুধু সাংস্কৃতিক পুনর্জাগরণেই নয়, শিল্প ও প্রযুক্তির বিকাশেও জোর দিচ্ছে। তিনি বলেন, “বিহারে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও ডেটা প্রযুক্তির নতুন যুগের সূচনা করতে চলেছি। পাশাপাশি বড় বড় কারখানা ও কৃষি-প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা হবে, যা কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি রাজ্যের শিল্পোন্নয়নেও সহায়ক হবে।”