Monday, November 17, 2025
Latestরাজ্য​

আবাসনে হামলা চালিয়ে শুল্ক দপ্তরের আধিকারিককে মারধর, গ্রেফতার অভিযুক্ত আজিজুল গাজি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোনারপুরে শুল্ক দপ্তরের এক আধিকারিকের বাড়িতে হামলার অভিযোগ। শুক্রবার রাতে সোনারপুর মেগাসিটি এলাকার একটি অভিজাত আবাসনে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত অটোচালক আজিজুল গাজিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুল্ক দপ্তরের আধিকারিক প্রদীপ কুমার সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাঁর সঙ্গে অটোচালক আজিজুল গাজির বচসা বাঁধে। ধীরে ধীরে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি তখন সামাল দেওয়া হলেও কিছুক্ষণ পরেই ফের উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, লোকজন সঙ্গে নিয়ে প্রদীপ কুমারের আবাসনের সামনে চড়াও হন আজিজুল। সেখানে তিনি ও তার সাঙ্গপাঙ্গরা প্রদীপ কুমারের উপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন ওই আধিকারিক। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এই ঘটনার তদন্তে নেমে আজিজুল গাজি-সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলায় আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আহত আধিকারিক প্রদীপ কুমারের অভিযোগ, হামলার সময় তাঁর স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে। আবাসনের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার ছবি ধরা পড়েছে বলেও জানিয়েছেন তিনি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রদীপবাবু।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত শাস্তি দিতে হবে।