Wednesday, April 24, 2024
দেশ

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভারত বিশ্ব নেতায় পরিণত হয়েছে’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২ দিন আগেই অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (Anthony Albanese) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বস’ বলে সম্বোধন করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মোদীর অটোগ্রাফ চেয়েছেন। এবার বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া (BJP spokesperson Gaurav Bhatia) মোদীর ভূয়সী প্রশংসা করলেন।

গৌরব ভাটিয়া বলেন, ‘বিশ্বের দরবারে মোদী নিজের স্থান যে অনেক উচুঁতে নিয়ে গেছেন। এটা মোদীর সবথেকে বড় সমালোচকও আজ স্বীকার করেন।’


তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০টি দেশের নেতাদের সঙ্গে দেখা করে ৪০টি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমাদের দেশ আজ বিশ্ব নেতায় (Polestar of the world) পরিণত হয়েছে। আমরা দেখেছি আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন প্রধানমন্ত্রী মোদীর অটোগ্রাফ চাইছেন আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যেই বস বলে ডাকছেন। ভারতের প্রতিটি নাগরিকের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত যখন আমরা দেখছি প্রধানমন্ত্রী মোদীকে পাপুয়া নিউ গিনি (Papua New Guinea) ও ফিজি (Fiji) তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান (Highest Civilian Award) দিচ্ছে।’