Thursday, April 25, 2024
দেশ

নয়া ভারত, নতুন সংসদ ভবন, ‘সেঙ্গল’ স্থান পেতে চলেছে নয়া সংসদ ভবনে, জানুন বিস্তারিত-

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন সংসদ ভবনে স্থান পেতে চলেছে ঐতিহাসিক সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে লোকসভার স্পিকারের আসনের কাছে এই রাজদণ্ড বসাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ব্রিটিশরা ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে এই রাজদণ্ড জওহরলাল নেহরুর হাতে তুলে দিয়েছিল। এবার সেই রাজদণ্ড নতুন সংসদ ভবনে স্থান পেতে চলেছে।

বিস্তারিত ভিডিওতে- 

পাঁচ ফুট উঁচু সেঙ্গলের মাথায় রয়েছে ‘নন্দী’ ষাঁড়। যা ন্যায়বিচারের প্রতীক।

উল্লেখ্য, ‘সেঙ্গল’ শব্দটি এসেছে তামিল শব্দ ‘সেম্মাই’ থেকে, যার অর্থ ‘ন্যায়’। এর আগে দক্ষিণের চোলা রাজবংশে রাজদণ্ড প্রদান করে রাজ্যাভিষেক হত বা ক্ষমতা হস্তান্তর হত।

তথ্যসূত্র: Politically Perfect